নভেম্বর থেকে ৪ মাসের জন্য খুলবে সেন্টমার্টিন: পর্যটক সচিব


নভেম্বর থেকে ৪ মাসের জন্য খুলবে সেন্টমার্টিন: পর্যটক সচিব

পর্যটকদের জন্য চার মাসের জন্য সীমিত পরিসরে সেন্টমার্টিন খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সচিব নাসরীন জাহান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। সেন্টমার্টিন ইউনেস্কো হেরিটেজ সাইট হওয়ায় প্রবালসহ সব প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

সচিব আরও জানান, আগামী ১ নভেম্বর থেকে সীমিতভাবে পর্যটক প্রবেশ শুরু হবে। প্রথমে দিনে দুই হাজার পর্যটক সফর করতে পারবে। প্রথম দুই মাসে শুধুমাত্র দিন ট্যুর চলবে, এরপরের দুই মাস পর্যটক রাতে থাকতে পারবেন। “এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে,” যোগ করেন নাসরীন জাহান।

তিনি বলেন, “প্রবাল ও পরিবেশ রক্ষা করা আমাদের অগ্রাধিকার। পর্যটকের আচরণ বিধি মানা নিশ্চিত হলে ধাপে ধাপে ভ্রমণের সময় বাড়ানোর পরিকল্পনা করা হবে। তবে এই প্রথম পর্যায়ে আগের বছরের মতো সীমিত নিয়মই বজায় থাকবে।”

পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, দেশের সব পর্যটন ক্ষেত্রের জন্যই আচরণ বিধি প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য পর্যটকদের জন্য ভ্রমণকে সাশ্রয়ী, নিরাপদ ও আনন্দময় করে তোলা। নিরাপত্তা, লজিস্টিক এবং অন্যান্য ব্যবস্থা সামগ্রিকভাবে উন্নত হলে পর্যটন শিল্পও সঠিকভাবে বিকাশ পাবে।”

সচিব নাসরীন জাহান বলেন, “২০২৪ সালে বাংলাদেশে ৬ লাখের বেশি পর্যটক এসেছে। এবার সেন্টমার্টিনসহ অন্যান্য পর্যটন ক্ষেত্র থেকে সরকারি আয় ও পর্যটনের উন্নয়ন আরও বাড়ানো হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×