সংবিধান ও আরপিওতে পিআর পদ্ধতি নেই, আইন বদলানোর ক্ষমতাও আমাদের নেই
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:০৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি দেশের সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-তে অন্তর্ভুক্ত নয়। তিনি পরিষ্কার করেছেন, প্রচলিত নির্বাচনী আইন বা পদ্ধতি পরিবর্তনের ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমাদের যে পদ্ধতি আছে, পিআর তো আরপিওতে নাই। আমরা তো আইন বদলাতে পারি না।”
তিনি আরও ব্যাখ্যা দেন, আরপিও পরিবর্তন করে পিআর পদ্ধতি চালু করতে চাইলে আইন সংশোধন করা প্রয়োজন। এছাড়া, আরপিওতে থাকা পদ্ধতি পরিবর্তনের জন্য সংবিধানও সংশোধনের প্রয়োজন হবে। সংবিধান পরিবর্তনের বিষয়টি সমালোচনার লক্ষ্য হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সিইসি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বিষয়টি নিয়ে যৌথভাবে কোনো ফয়সালা বা সমাধানে আসে। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো একটা ফয়সালা বা মীমাংসায় আসুক। উনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভব হবে কি, হবে না। যদি উনারা পিআর চান, তাহলে উনারা বুঝবেন না।”