‘শাপলা’ প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করা হবে না: সিইসি


‘শাপলা’ প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করা হবে না: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, শাপলা প্রতীক কেন দেওয়া হয়নি, সে বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যাখ্যা দেবে না। তিনি বলেন, নাগরিক ঐক্য প্রথমে প্রতীকটি চেয়েছিল, দেওয়া হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই প্রতীক চাইলে তারাও তা পায়নি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিইসি আরও বলেন, "শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব"—এমন বক্তব্য নির্বাচন কমিশন হুমকি হিসেবেই দেখছে। বিষয়টি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। তিনি বলেন, নির্বাচন কমিশন কারও প্রভাব বা চাপে কাজ করে না এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে - এটি নিশ্চিত উল্লেখ করে সিইসি জানান, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×