ঢাকায় মার্কিন দূতাবাসের সতর্কবার্তা


ঢাকায় মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা আন্তর্জাতিক অপরাধ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি; এমন মন্তব্য করে বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার, ২২ সেপ্টেম্বর দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ জানায়। এতে বলা হয়, সীমান্ত সুরক্ষা জোরদারের মাধ্যমে মানব পাচার, শোষণ এবং প্রাণহানির মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, "সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে বাস্তুচ্যুতি, শোষণ ও প্রাণহানির মতো ঘটনা বন্ধ করা হচ্ছে।" পাশাপাশি, তারা আরও জানায়, "অবৈধ অভিবাসনের অবসান সবার নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে।"

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই বিষয়টিতে কড়াকড়ি আরও বেড়েছে। অভিবাসন নীতির অংশ হিসেবে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের শনাক্ত করে ফেরত পাঠানোর কার্যক্রম এখন আগের চেয়ে জোরালো।

এই প্রক্রিয়ার আওতায়, গত কয়েক মাসে অন্তত ১৮০ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এদের বেশিরভাগই মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×