চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর


চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর ২০০৭ তারিখ বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধন করে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন দাখিল এবং তা নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিংক প্রেরণের শেষ সময় ২৫ অক্টোবর। মুদ্রণ ও প্রকাশের তারিখ নির্ধারিত হয়েছে ১ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ সময় ১৬ নভেম্বর এবং সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করার শেষ সময় ১৭ নভেম্বর।

এরপর ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে ৩১ আগস্ট ইসি সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। তখন দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন, যেখানে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ এবং হিজড়া ভোটার ১,২৩১ জন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে আমরা হালনাগাদকৃত তালিকা প্রকাশ করব। এ তালিকাকে ভিত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×