ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনা প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন ৩ কর্মকর্তা


ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনা প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন ৩ কর্মকর্তা

পাঁচটি নতুন ভিআইপি মোবাইল টয়লেটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা এক সরকারি আদেশে (জিও) তাদের বিদেশ সফরের অনুমতি দেওয়া হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর জারি করা ওই আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন চীনে এই প্রশিক্ষণে অংশ নেবেন।

তারা আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত, অথবা ছুটি শুরুর তারিখ থেকে সাত দিনের জন্য চীন সফরের অনুমতি পেয়েছেন।

সরকারি আদেশে আরও জানানো হয়েছে, পাঁচটি নতুন ভিআইপি মোবাইল টয়লেট সরবরাহের পরিপ্রেক্ষিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভ্রমণটিকে কর্মকর্তাদের দাপ্তরিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা হবে এবং এই সফরের যাবতীয় খরচ বহন করবে টয়লেট সরবরাহকারী প্রতিষ্ঠান শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কম্পানি লিমিটেড।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×