দুদক কর্মকর্তার ১০ লাখ টাকা ঘুষ দাবি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:৩৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫

খুলনার এক ঠিকাদারের কাছে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেমের বিরুদ্ধে। জানা গেছে, তিনি এই অর্থ দাবি করেছিলেন অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ থেকে অব্যাহতি পেতে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগকারী এস আর ট্রেডার্সের মালিক মো. শহিদুল ইসলাম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত ৬ সেপ্টেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক আমাকে খুলনার বাসায় ডেকে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ তুলে ধরেন। সেই সঙ্গে তিনি এসব অভিযোগ থেকে অব্যাহতি পেতে ১০ লাখ টাকা দাবি করেন। পরে ৫ লাখ টাকা দিয়ে আপস করতে রাজি হই। সত্যতা প্রমাণের জন্য তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকর্মীদের সামনে আমি মোবাইলে দুদক কর্মকর্তাকে কল দেই। মোবাইলে তিনি টাকা নিয়ে খুলনায় আসার প্রস্তাব দেন।
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, আমরা অভিযোগটি পেয়েছি এবং তা যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।