শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না


শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সচিব জানান, যেসব প্রার্থীর এনআইডি লক করা আছে তারা প্রবাসে বসে অনলাইনে ভোট দিতে পারবেন না।

গত এপ্রিল মাসে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ জনের এনআইডি লক করা হয়। এই তালিকায় রয়েছেন— শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার সন্তান টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রুপন্তি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং মেয়ে বুশরা সিদ্দিক।

আখতার আহমেদ বলেন, “সংসদ নির্বাচনে দেশে এবং বিদেশে ভোট হবে। প্রবাসে বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর ব্যবহার করে। যাদের এনআইডি লক রয়েছে, তারা অনলাইনে নিবন্ধন করতে পারবে না। এ কারণে তারা ভোট দিতে পারবে না।”

তিনি আরও বলেন, “মামলার কারণে বা অন্য কোনো কারণে কেউ বিদেশে থাকলেও তার এনআইডি আনলক থাকলে ভোট দিতে পারবেন। তবে এনআইডি লক থাকলে অনলাইনে নিবন্ধন ও ভোট দেওয়া সম্ভব নয়।”

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী-এমপিরা। এছাড়া আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী বিভিন্ন দেশে অবস্থান করছেন। সরকার দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেও তাদের ভোটাধিকার এখনো অক্ষুন্ন রয়েছে। তবে যেসব প্রার্থী প্রবাসে আছেন এবং যাদের এনআইডি লক আছে, তারা ভোট দিতে পারবে না।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×