জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত রোববারের মধ্যে চায় ঐকমত্য কমিশন


জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত রোববারের মধ্যে চায় ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আশা করা যাচ্ছে। যদি তা না হয়, সিদ্ধান্ত নেওয়া ২ অক্টোবরের পরে পিছিয়ে যেতে পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনার শুরুতে তিনি এসব কথা জানান। তিনি বলেন, বিশেষজ্ঞরা জুলাই সনদ বাস্তবায়নে চারটি পদ্ধতির পরামর্শ দিয়েছেন; অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ।

আলী রীয়াজ আরও বলেন, “কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। কিন্তু আমরা এক মাস সময় নিয়ে এই আলোচনা চালিয়ে যেতে আগ্রহী নই। আমাদের দ্রুত ঐকমত্যে পৌঁছাতে হবে।”

তিনি জানান, ২১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন এবং ২ অক্টোবর দেশে ফিরবেন। এজন্য ঐকমত্য কমিশন ২১ সেপ্টেম্বরের মধ্যেই সিদ্ধান্ত নিতে চায়।

আশাবাদ ব্যক্ত করে আলী রীয়াজ বলেন, “গণভোট ও সাংবিধানিক আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব ভিন্নমত ছিল, তা কাটিয়ে উঠে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে দ্রুত আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব।”

গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করে।

গত ১২ ফেব্রুয়ারি সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে, যার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সহ-সভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×