রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বৃহস্পতিবার


রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বৃহস্পতিবার

জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। এই বৈঠকে জুলাই জাতীয় সনদ–২০২৫–এ অন্তর্ভুক্ত সংস্কারগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়েই দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় বৈঠকটি শুরু হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে সনদের চূড়ান্ত খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়ন সম্পর্কে তাদের মতামত জানাবে। আলোচনায় সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক দিকগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×