আসন সীমানা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, আন্দোলন করে লাভ নেই: ইসি আনোয়ারুল


আসন সীমানা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, আন্দোলন করে লাভ নেই: ইসি আনোয়ারুল

সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা নিয়ে কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই। এছাড়া বিক্ষোভ-আন্দোলনও কোনো পরিবর্তন আনতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

এর আগে গত বৃহস্পতিবার ৩০০ আসনের চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে গতবারের তুলনায় অর্ধশত আসনে পরিবর্তন আনা হয়। গাজীপুরে একটি আসন বৃদ্ধি পায়, বাগেরহাটে একটি কমানো হয়। গাজীপুরে আনন্দ মিছিলের খবর থাকলেও, বিভিন্ন নির্বাচনী এলাকায় বিক্ষোভ-প্রদর্শন চলছে।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সীমানা নির্ধারণের কাজ কমিশন নিরপেক্ষভাবে সম্পন্ন করেছে। প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক এলাকা এবং সর্বশেষ আদম শুমারির তথ্য আইন অনুযায়ী বিবেচনা করা হয়েছে। আদম শুমারির রিপোর্ট পরীক্ষা করে, ভোটার সংখ্যা, এভারেজ এবং মোট সংখ্যা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ৪৬-৫০টি আসনে সামান্য পরিবর্তন হতে পারে। সীমানা নিয়ে আন্দোলন যারা করছে, কেন করছে, সেটা আমরা এখনও জানি না। আঞ্চলিকতা, রাজনৈতিক ও স্থানীয় বিষয়ও এতে প্রভাব ফেলতে পারে। আমাদের কাজ ছিল সর্বোচ্চ সতর্কতা ও ন্যায্যতার সঙ্গে সীমানা নির্ধারণ করা।

গাজীপুরে আসন বেড়ে বাগেরহাটে কমানোর বিষয়ে ইসি বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে গাজীপুরে বেশি, বাগেরহাটে কম। গড় হিসেবে চার লাখ ২০ হাজার ভোটার ধরা হয়েছে। আমরা শতভাগ ত্রুটিমুক্ত করার চেষ্টা করেছি।

সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথাও আনন্দ কোথাও বিক্ষোভ, সবকিছুই আইন অনুযায়ী। কোনো লাভ নেই, সীমানা চূড়ান্ত, আর কোনো আপত্তি গ্রহণযোগ্য নয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×