অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের


অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে এখন যেন একধরনের ঝড় বয়ে যাচ্ছে। আমরা রাজনৈতিক ঘটনাবলি এবং নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করছি। সংস্কার কমিটির প্রস্তাব মাঝপথেই থেমে গেছে। এটা কি আকাঙ্ক্ষার অভাব, সক্ষমতার ঘাটতি নাকি বড় ধরনের স্বার্থের সংঘাত?

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নামে নতুন নাগরিক উদ্যোগের সূচনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক নাগরিক প্ল্যাটফর্ম, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দেবপ্রিয় ভট্টাচার্য।

সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপন করে রিফর্ম ওয়াচের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই ঝড়ের আঘাত আমাদের অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক জীবনকে স্পর্শ করেছে। ঝড়ের সময় মানুষ তার সবচেয়ে বড় সম্পদ রক্ষা করার চেষ্টা করে। আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বৈষম্যবিরোধী চেতনা এবং সেই চেতনার বাস্তবায়নের প্রত্যাশা। তিনি আরও বলেন, এই চেতনা ভবিষ্যতে রাষ্ট্র, রাজনৈতিক ও সামাজিক জীবনে স্থাপন করার প্রচেষ্টার অংশ হিসেবে আজকের নাগরিক ঐক্য গঠন করা হলো।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার বিভিন্ন সংস্কার কমিটি গঠন করেছে এবং নিজেও শ্বেতপত্র প্রস্তুতির সঙ্গে যুক্ত ছিলেন। তবু এই প্ল্যাটফর্মের প্রয়োজন কেন? দেবপ্রিয় বলেন, সরকারি সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদে জনসংযোগ কম হয়েছে। শেষ সময়ে দেখলাম, অংশগ্রহণ সীমিত হয়ে গেছে, শুধু রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘরের ভেতরের সম্পদগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। সরকার আসে, যায়, কিন্তু জনগণ ও দেশ থাকবে। এজন্য নাগরিক, রাজনৈতিক ও সামাজিক কণ্ঠস্বরের সঙ্গে মিলিত হয়ে এগোনো অপরিহার্য।

সেমিনারে তৌফিকুল ইসলাম খান প্রশ্ন তোলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর সংস্কারের কাজ কতদূর এগিয়েছে, এবং অন্তর্বর্তী সরকার তার অবশিষ্ট সময়ে কতটা এগোতে পারবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংস্কারের আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলিত হয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ।

নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগ বাংলাদেশ রিফর্ম ওয়াচ লক্ষ্য করেছে, কতটা পিছিয়ে পড়া জনগণ বা বিভিন্ন অংশগ্রহণকারী ব্যক্তির কণ্ঠস্বর সংস্কার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিনিধি তাদের মতামতও তুলে ধরেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×