চেয়ারে বসার পর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন গজিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:৪৮ পিএম, ২৫ আগস্ট ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর তার চারপাশে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব “গজিয়েছে”। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “চেয়ারে বসার পর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন গজিয়েছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন পরিচয়ে কেউ চাঁদাবাজিতে জড়িত হলে জানাবেন। উপদেষ্টার কেউ দুর্নীতি করলে সে খবর প্রকাশ করেন। তবে ভুল খবর না প্রকাশের অনুরোধ করেন তিনি।”
সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে। তিনি বলেন, “লুট হওয়া পিস্তলের জন্য ৫০ হাজার, শটগানের জন্য ৫০ হাজার, চায়না রাইফেলের জন্য এক লাখ, এসএমজির জন্য এক লাখ ৫০ হাজার, এলএমজির জন্য পাঁচ লাখ, প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।” তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে যতটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে বর্তমানে ব্যাপক নিয়োগ চলছে এবং নিয়োগপ্রক্রিয়ায় কোনো ধরনের বাণিজ্যের খবর জানাতে হবে। তিনি দাবি করেন, “গত এক বছরে নিয়োগ বাণিজ্যের খবর হয়নি।”
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খানের বিরুদ্ধে সড়ক বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানোর অভিযোগ বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “গাজীপুরের পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।”
ভারতে গ্রেপ্তার হওয়া আবু সাঈদ হত্যা মামলার পলাতক পুলিশ কর্মকর্তাকে দ্রুত ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এছাড়া বিজিবি ও বিএসএফের মধ্যকার প্রচলিত চ্যানেলের মাধ্যমেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, “মব একেবারে নির্মূল না হলেও, কমে এসেছে।”
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। তারা নির্বাচনমুখী হলে অনেক সমস্যা কমে যাবে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন জাতির আশা। সে আশা পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবো।”
উল্লেখ্য, গত ১০ আগস্ট উপদেষ্টা জানিয়েছিলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে লুট হওয়া পুলিশের ৭০০টিরও বেশি অস্ত্রের খোঁজ এখনো পাওয়া যায়নি।
গত ৫ আগস্ট ছাত্র ও সাধারণ জনগণের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সরকার পতনের সময় দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট করে নেয়া হয়। লুট হওয়া অস্ত্র ও গুলির মধ্যে ছিল রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার, সাউন্ড গ্রেনেডসহ নানা ধরনের গোলাবারুদ ও সরঞ্জাম।