জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে : শিল্প উপদেষ্টা


জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে : শিল্প উপদেষ্টা

বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ায় মেরিটাইম টেকনোলজি-তে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ-এর সেমিনারে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের বেসরকারি খাতে জাহাজ নির্মাণ শিল্পের উন্নতি লক্ষ্যনীয়, এবং বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি করে রপ্তানি করছে।

শিল্প উপদেষ্টা আরও জানান, পোশাক শিল্পের পর জাহাজ নির্মাণ শিল্প দেশের রপ্তানিতে আরেকটি বড় খাতে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×