মালয়েশিয়ায় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান


মালয়েশিয়ায় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

নোবেলজয়ী প্রফেসর ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সামাজিক ব্যবসায় তার অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

১৩ আগস্ট বুধবার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইউকেএম-এর অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই ডিগ্রি গ্রহণ করেন প্রফেসর ইউনূস। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের হাত থেকে তিনি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামাজিক ব্যবসা ধারণার প্রসারে বিশ্বজুড়ে ড. ইউনূসের অগ্রণী প্রচেষ্টার কারণে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর তাকে চ্যান্সেলর আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এই সময় তাকে লাল গালিচা সংবর্ধনাও দেওয়া হয়।

সম্মাননা গ্রহণের পর অডিটোরিয়ামে এক বক্তব্য প্রদান করেন ড. ইউনূস। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ থেকে আগত সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×