‘রাষ্ট্র সংস্কার করবেন রাজনীতিবিদরা, অনুঘটকের দায়িত্ব পালন করবে কমিশন’


‘রাষ্ট্র সংস্কার করবেন রাজনীতিবিদরা, অনুঘটকের দায়িত্ব পালন করবে কমিশন’

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে চলমান প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের নেতৃত্ব দেবেন রাজনীতিকরা, আর কমিশন থাকবে অনুঘটকের ভূমিকায়। তিনি জানান, ৫ আগস্টের মধ্যে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিয়ে যে কোনো সময় প্রকাশ করা হবে। এটি হবে একটি জাতীয় দলিল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে আয়োজিত কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দিনটির আলোচ্যসূচিতে ছিল—সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ভূমিকা, ন্যায়পাল নিয়োগ, উচ্চ কক্ষের কাঠামো, সদস্য নির্বাচনের পদ্ধতি ও এখতিয়ার, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা ও ইলেকটোরাল কলেজ, রাষ্ট্রপতির ক্ষমতা, সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, মৌলিক অধিকার এবং রাষ্ট্রের মূলনীতি সংক্রান্ত প্রস্তাবনা।

ড. আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ছয়টি কমিশনের সুপারিশের সারাংশগুলোর ওপর প্রাথমিক মতামত গৃহীত হয়েছে। আলোচনার আওতায় আনা ২০টি বিষয়ের মধ্যে ১৩টিতে দলগুলো সম্মত হয়েছে এবং বাকি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, যেসব বিষয়ে এখনও ঐকমত্য হয়নি, সেগুলোও শিগগিরই নিষ্পত্তি হবে।

এদিনের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার বাংলাদেশ পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×