জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ, সম্ভাব্য ভোটার ১২ কোটি ৭৫ লাখ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪১ পিএম, ১৯ জুলাই ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে যাওয়া সম্ভাব্য ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৯৮৩ জন।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার এক কর্মকর্তা জানান, ২০২৫ সালের হালনাগাদ কার্যক্রম শেষে এই সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে। তবে দাবি-আপত্তি ও অন্যান্য প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকায় এ সংখ্যা কিছুটা বাড়তে পারে।
নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ জানান, এ বছর নতুন করে নিবন্ধিত হয়েছেন প্রায় ৪৪ লাখ ৬ হাজার ভোটার। অন্যদিকে, ২১ লাখ ৩২ হাজারের বেশি মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য শনাক্ত করা হয়েছে। ইসি জানিয়েছে, খুব শিগগিরই সম্পূরক খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং আগস্টের মধ্যেই হালনাগাদ চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।
সবশেষ তথ্য অনুযায়ী, এবারে হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহ করা হয়েছে ৬৩ লাখ ৪৮ হাজার ২৫৬ জনের। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ৭৩ হাজার ১৮ জন, নারী ৩৩ লাখ ৭৫ হাজার ২৬ জন এবং হিজড়া ভোটার ২১২ জন। ছবি ও বায়োমেট্রিক নথি জমা দিয়েছেন ৬১ লাখ ৮৩ হাজার ৭৭৭ জন।
এছাড়া মৃত ভোটারদের তালিকা থেকেও বাদ দেওয়ার প্রস্তুতি চলছে। পুরুষ মৃত ভোটার বাদ যাবে ১২ লাখ ৪৮ হাজার ৪৫২ জন, নারী ৯ লাখ ২৪ হাজার ৫৭২ জন এবং হিজড়া ৩২৫ জন।
তালিকা পর্যালোচনা করে জানা গেছে, গত কয়েকটি সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৮ কোটি ১০ লাখ, দশমে ৯ কোটি ১৯ লাখ, একাদশে ১০ কোটি ৪১ লাখ, আর দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিলেন প্রায় ১২ কোটি।
সবশেষ হালনাগাদ অনুসারে, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।