ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়


ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এই তথ্য জানায়। 

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, এই মুহূর্তে ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। বাতাসের গতিবেগ এখন পর্যন্ত ৬৭ কিলোমিটার পর্যন্ত উঠেছে। ঢাকার আগে রাজশাহী বিভাগের দিকে কালবৈশাখী ঝড় হয়েছে। এখন ঢাকা হয়ে এটি অন্য দিকে সরে যেতে পারে বলে জানান তিনি।

ঢাকার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, বেশিরভাগ এলাকায় ধুলিঝড় হচ্ছে। কয়েক এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। অনেক এলাকায় বাতাসের তাণ্ডবে গাছের ডাল ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×