সেই রিকশাচালককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


সেই রিকশাচালককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার সময় আটক রিকশাচালককে ছাড়িয়ে নিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে রিকশাচালককে নিয়ে বের হন উপদেষ্টা।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে মার্চ ফর খিলাফতের মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির।

পরে তাদের সঙ্গে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজনকে হিজবুত তাহরির সন্দেহে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে ওই রিকশাচালককে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×