কলাবাগানে আইনজীবীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


কলাবাগানে আইনজীবীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোড এলাকার একটি বাসা থেকে টাইটাস হিল্লোল রেমা (৫৫) নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ।

শনিবার (১ মার্চ) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস জানান, কলাবাগান ক্রিসেন্ট রোডের একটি চারতলার ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

নিহত টাইটাস হিল্লোল রেমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন রামপুরা গ্রামের লিডিং স্টোন রেমার সন্তান। বর্তমানে তিনি কলাবাগানে ক্রিসেন্ট রোডের ১১৪ নম্বর বাসার ৪তলায় নিজ ফ্ল্যাটে থাকতেন। নিহত দুই কন্যার জনক ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×