রাজনৈতিক দলগুলো রাজি হলেই কেবল সংবিধান সংশোধন: আসিফ নজরুল


রাজনৈতিক দলগুলো রাজি হলেই কেবল সংবিধান সংশোধন: আসিফ নজরুল
অধ্যাপক ড. আসিফ নজরুল

রাজনৈতিক দলগুলো রাজি হলেই কেবল সংবিধান সংশোধন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয় আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ছয়টি সংস্কার কমিশনের পাঁচটিতে আশু করণীয় সম্পর্কে সুপারিশ করা হলেও সংবিধান সংস্কার কমিশন আশু করণীয় কিছু বলেনি। সংবিধান সংশোধন সংক্রান্ত যেসব প্রস্তাব তারা দিয়েছেন সেগুলো গ্রহণ করা হবে কী হবে না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাজনৈতিক দলগুলো রাজি হলেই কেবল সংবিধান সংশোধন হবে।


ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×