জাহাঙ্গীর গেটের সামনে সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের অবস্থান


December 2024/Arms forces.jpg

চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন গত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পরিবারের সদস্য ও স্বজনেরাও।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্লাটফর্ম ‘সহযোদ্ধা’র ব্যানারে তারা এই অবস্থান নেন। এ সময় তাদের ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

তাদের আন্দোলনের ফল জাহাঙ্গীর গেটের তিন পাশের সড়কে প্রচণ্ড যানজট দেখা দিয়েছে। যানবাহনের সারি ঠেকেছে বনানী ছাড়িয়ে জিয়া কলোনি পর্যন্ত। এতে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ। পরে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখের সড়কে সীমিত পরিসরে যান চলাচল করতে দেওয়া হয়। দেড়টার দিকে সড়ক যান চলাচলের জন্য পুরো খুলে দেওয়া হয়। এরপর আন্দোলনকারীরা রাস্তার একপাশে ফুটপাতে অবস্থান নেন। 

আন্দোলনকারীদের তিন দফা দাবি হল চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে; যদি কোন সশস্ত্র বাহিনী সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করতে হবে এবং যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×