কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিনকে ওএসডি


কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিনকে ওএসডি

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ছাড়া অতিরিক্ত সচিব মো. নাজমুছ সাদাত সেলিমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) এসংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক করা হয়েছে।

এ জন্য তার চাকরি যোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×