নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার


নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রায়হান রনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ আগস্ট) রাতে রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ।

ডিএমপি সূত্র জানায়, একই দিন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক পাঠাগারবিষয়ক উপসম্পাদক মো. মোখলেসুর রহমান মুকুল (৩১), ঢাবি ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. মাহফুজ হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×