হারানো বিজ্ঞপ্তি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:২৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫

আমি লতিফ চৌধরী (৩০) , জাতীয় পরিচয়পত্র নং: ৫০৬৭৯৩৫৪৪৪, পিতা: বাছেদ চৌধুরী, মাতা: নাছিমা চৌধুরী, সাং গ্রাম- সাচরা , ডাকঘর দরুন বাজার , থানা : -বোরহানউদ্দিন , জেলা - ভোলা। আমার একটি আইডি কার্ড হারিয়ে গিয়েছে। শেরে বাংলা থানাধীন নাক কান গলা হাসপাতালের সামনে থেকে হারিয়েছে।
জিডি :
গত ০৮ সেপ্টেম্বর ২০২৫ , রাত ১১:০০ ঘটিকার সময় শেরে বাংলা নগর থানাধীন নাক কান গলা হাসপাতালের সামনে,বিএনপি বস্তি এলাকা থেকে আমার একটি SID সনদ হারিয়েছে।
সনদ নং:050008069 , ইস্যু তাং-27-03-2016, জিডি নং: 820, তারিখ: 09-09-2025, শের ই বাংলা নগর থানা,ডিএমপি, ঢাকা। নাম: লতিফ চৌধুরী।
কোন স্ব-হৃদয়বান ব্যক্তি হারিয়ে যাওয়া আইডি কার্ডটি পেয়ে থাকেন উপরে উল্লেখিত ঠিকনায় পৌছে দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।