মিরপুর অভিযানে অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২


মিরপুর অভিযানে অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ডিএমপির মিরপুর থানা পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ২ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ট অ্যান্ড বোল্ট ক্যারিয়ার, দুটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড এবং দুটি শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার রাতে মিরপুর সেকশন-২-এর তুলি জেনারেল স্টোরের সামনে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের টহল দল দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে করে। পরে তল্লাশি করলে আরিফ উদ্দিনের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে অস্ত্র ও যন্ত্রাংশ এবং হাফিজুলের পকেট থেকে দুটি সীসা কার্তুজ উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুইজন স্বীকার করেছেন যে, পলাতক আসামি নাসির (৪৫)-এর সঙ্গে যোগসাজশে তারা অবৈধভাবে অস্ত্র ও কার্তুজ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এগুলো হেফাজতে রেখেছিল।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×