বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:৪৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর বনানীতে সেলসিয়াস সিসা লাউঞ্জে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতের এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন মো. আবির, মাইনুল ইসলাম ও জয় কস্তা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, লাউঞ্জ থেকে ছয়টি প্লাস্টিক পাইপ যুক্ত কাচের স্ট্যান্ড, মাটির কলকি ও ৬০ গ্রাম বিভিন্ন স্বাদের সিসা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। তার নাম আল-আমিন। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। সোমবার রাতেই এ ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, রাত সাড়ে ৯টায় ৯৯৯-এ দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ আদাবরে যায়। গাড়ির কাছে থাকা কনস্টেবল আল-আমিনকে হঠাৎ একদল কিশোর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় একটি গ্যারেজে অভিযান চালাতে গেলে কিশোর গ্যাংয়ের মূলহোতা জনি ও রনি দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য গুরুতর আহত হন।
স্থানীয়দের অভিযোগ, জনি ও রনি কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য। বর্তমানে কারাগারে থাকা এই গ্রুপের প্রধান আনোয়ারের হয়ে তারা এলাকায় প্রভাব বিস্তার করছে। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় তাদের দাপটে আতঙ্ক বিরাজ করছে। এর আগে বহু মানুষকে কুপিয়ে হত্যার অভিযোগও রয়েছে এই গ্রুপের বিরুদ্ধে।