শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতিকে গ্রেফতার করেছে সিটিটিসি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:১৭ পিএম, ১৮ আগস্ট ২০২৫
.png)
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো: হুমায়ুন কবির (৪৮)কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় তুরাগ থানার রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা গেছে, স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির ওই এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে রাতের অভিযান পরিচালনা করা হয় এবং তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।