ঢাকায় আজও বাড়বে দিনের তাপমাত্রা


ঢাকায় আজও বাড়বে দিনের তাপমাত্রা

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আজ (১৩ ফেব্রুয়ারি) সামান্য বাড়তে পারে মর্মে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আকাশ অস্থায়ীভাবে মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল বুধবার একই সময় অর্থাৎ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫ টা ৫২ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬ টা ৩৩ মিনিটে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×