বিএসএমএমইউ’র প্রিজন সেলে দুদকের অভিযান


বিএসএমএমইউ’র প্রিজন সেলে দুদকের অভিযান

প্রিজন সেলে কারাবন্দিদের অবৈধভাবে ভিআইপি সুবিধা দেওয়ার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএসএমএমইউ) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের একটি দল সেখানে অভিযান চালায়। তারা বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল পরিদর্শন করেন এবং সেখানে রোগী ভর্তি সংক্রান্ত রেজিস্ট্রার পর্যালোচনা করেন। পর্যালোচনায় রোগী ভর্তি সংক্রান্ত অসঙ্গতি প্রাথমিকভাবে সত্য প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদকের এই কর্মকর্তা জানান, কারাবন্দিদের হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রথমে প্রিজন সেলে ভর্তি করানোর নিয়ম থাকলেও কিছু কারাবন্দি রোগীর ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে সিসিইউ, আইসিইউ এবং কেবিনে সরাসরি ভর্তি করা হয়েছে। যারা মাসের পর মাস সেখানে থাকছেন বলে সরেজমিনে তথ্য পাওয়া গেছে। অভিযানকালে এ সংক্রান্ত সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছেন দুদক কর্মকর্তারা। এ বিষয়ে পরবর্তীকালে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×