সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, পরিবার চিন্তিত


সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, পরিবার চিন্তিত

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না তার পরিবার। তিনি বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গতকাল রাতে রাজধানীর রমনা থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হন। তবে মোবাইল ফোন বাসায় রেখে যাওয়ার কারণে অফিসে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং অফিসেও তিনি উপস্থিত ছিলেন না। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, “সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে খুঁজে পেতে তদন্ত চলছে।”

জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই অরূপ তালুকদার জানান, বেতার বার্তার মাধ্যমে দেশের সব থানায় বিভুরঞ্জন সরকারের নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে এবং তাকে খুঁজে পেতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিভুরঞ্জন সরকার ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। ষাটের দশকের শেষ দিকে স্কুল শিক্ষার্থী থাকাকালে তিনি দৈনিক আজাদে মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় প্রবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্রের সম্পাদক এবং সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদক ছিলেন তিনি। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায়যায়দিনে ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে লেখা তার রাজনৈতিক নিবন্ধ বিশেষ জনপ্রিয়তা পায়।

 
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×