প্রবীণ সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় ভাতা চালু হচ্ছে


প্রবীণ সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় ভাতা চালু হচ্ছে

প্রবীণ সাংবাদিকদের আর্থিক সহায়তার আওতায় আনতে যাচ্ছে সরকার। ৬৫ বছরের বেশি বয়সী সাংবাদিকদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মানি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সংক্রান্ত নীতিমালা অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।

তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নীতিমালাটি এখন সম্পূর্ণ প্রস্তুত। উপদেষ্টার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করে তা গেজেটে প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, “অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ১০ হাজার টাকার সম্মানি বহাল রাখা হয়েছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নীতিমালার খসড়া তৈরি করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। প্রাথমিক প্রস্তাবে মাসিক সম্মানি ১৫ হাজার টাকা নির্ধারণের কথা বলা হলেও, মন্ত্রণালয় তা সংশোধন করে ১০ হাজার টাকা নির্ধারণ করে—শেষ পর্যন্ত সেটিই বহাল রাখা হয়েছে।
নীতিমালার আওতায় প্রথম পর্যায়ে বিভাগীয় ও জেলা শহরে কর্মরত প্রবীণ সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এ সুবিধার পরিধি ও পরিমাণ দুটিই বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নীতিমালা অনুযায়ী, এই ভাতা পাওয়ার জন্য সাংবাদিকদের বয়স হতে হবে কমপক্ষে ৬৫ বছর এবং সাংবাদিকতা পেশায় থাকতে হবে অন্তত ২৫ বছর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×