ইসরায়েলের আক্রমণ উপেক্ষা করে, অবশ্যই গাজায় পৌঁছাবো: শহিদুল আলম


ইসরায়েলের আক্রমণ উপেক্ষা করে, অবশ্যই গাজায় পৌঁছাবো: শহিদুল আলম

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে সরাসরি ভিডিও বার্তা দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। বৃহস্পতিবার (২ অক্টোবর) ফেসবুকে দেওয়া ওই বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইসরায়েলের কোনো হামলায় তারা ভীত নন, বরং দৃঢ় প্রত্যয়ে গন্তব্যে পৌঁছাবেন।

শহিদুল আলম বলেন, “ইসরায়েলের কোনো আক্রমণে আমরা পেছনে যাবো না, অবশ্যই সেখানে পৌঁছাবো।”

তিনি জানান, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তারা তীব্র ঝড়ের ভেতর দিয়ে অতিক্রম করেছেন। তবে ঝড় কিছুটা কমে আসায় জাহাজের ক্যাপ্টেন আগে থেকেই গতি বাড়িয়ে এগিয়ে যাচ্ছিলেন।

এই আলোকচিত্রী আরও উল্লেখ করেন, তাদের জাহাজ বর্তমানে বহরের একেবারে পেছনের দিকে অবস্থান করছে, আর সামনের নৌযানগুলো ইতোমধ্যেই গাজার কাছাকাছি পৌঁছে গেছে। তিনি নিশ্চিত করে বলেন, “সামনের দিকে যেগুলো ছিল, রাতে ইসরায়েলি হানাদার বাহিনী আক্রমণ করেছিল।” যদিও তাদের জাহাজ তখনও সেই এলাকায় পৌঁছায়নি।

শহিদুল আলমের ভাষ্য অনুযায়ী, বুধবার সমুদ্রে দূর থেকে একটি তুর্কি যুদ্ধজাহাজ দেখা গেছে। তিনি বলেন, “আমরা ক্রমশই কাছে এগিয়ে যাচ্ছি। সেখানে অবশ্যই পৌঁছাবো। ইসরায়েলের আক্রমণে কোনো কারণেই কোনোভাবেই পেছনে যাবো না।”

তিনি আরও জানান, বর্তমানে সমুদ্র পরিস্থিতি অশান্ত এবং ঝড়ের আশঙ্কা থাকলেও তারা যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×