সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ মিথ্যার সঙ্গে লড়াই করা: কাদের গনি চৌধুরী


সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ মিথ্যার সঙ্গে লড়াই করা: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মিথ্যার সঙ্গে লড়াই করা। এজন্য সাংবাদিকদের হতে হবে সৎ, সাহসী ও নিষ্ঠাবান।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ও চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। সভার সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের আহ্বায়ক সভাপতি খন্দকার গোলাম সরওয়ার, সঞ্চালনা করেন সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের সিইও মুহাম্মদ সোহেল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, সাংবাদিক দেলোয়ার হোসেন, শরীফ আহমেদ শামীম, শাহ শামসুল হক রিপন, খায়রুল ইসলাম, বেলাল হোসেন, আমিনুল ইসলাম, মুকুল কুমার মল্লিক, শেখ আজিজুল ইসলাম ও রেজাউল বারি বাবুল।

কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিকরা সমাজের ওয়াচডগ। সমাজের প্রতিবিম্বের মাধ্যমে অন্যায়, শোষণ, নির্যাতন, হত্যা, অপহরণ, শিশু নির্যাতন, দুর্নীতি ও অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নির্ভীকভাবে সোচ্চার থাকতে হবে। সাংবাদিকদের চোখ রাঙানো ভয়-ভীতিকে উপেক্ষা করে সত্যের পক্ষে দাঁড়াতে হয়। সত্য বলার সাহসই সাংবাদিকতার মূলমন্ত্র। সৎ, সত্যনিষ্ঠ ও পক্ষপাতমুক্ত সাংবাদিকতার মাধ্যমে সমাজে যথাযথ সংবাদ পরিবেশন নিশ্চিত করা যায়। আমাদের মনে রাখতে হবে, সাংবাদিকরা কোনো দলের নয় তারা জনগণের পাশে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রদান করবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মিথ্যার বিরুদ্ধে সত্যকে ধারণ করা। সততা ও পেশাদারিত্ব ছাড়া সাংবাদিকতা শূন্য। জনগণ দাস সাংবাদিকতাকে কখনো গ্রহণ করে না। সংবাদ হতে হবে ১০০ শতাংশ সত্যনিষ্ঠ। গণমাধ্যম হলো রাষ্ট্রের পাহারাদার তথ্যই শক্তি, আর গণমাধ্যমই সেই শক্তির আধার।

কাদের গনি চৌধুরী রাষ্ট্রে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অন্য তিনটি স্তম্ভ নড়বড়ে হলেও গণমাধ্যম শক্ত থাকলে রাষ্ট্র গণমুখী থাকে। গণমাধ্যমের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য।

তিনি সাংবাদিকদের সতর্ক করেন, দুর্ভাগ্যবশত দেশেও হলুদ সাংবাদিকতা, দলদাস সাংবাদিকতা, তথ্য সন্ত্রাসের মতো কৃত্রিম সংবাদমাধ্যমের কারণে সাংবাদিকতার মর্যাদা হ্রাস পাচ্ছে। তবে প্রকৃত সাংবাদিকরা সাহসী ও সততা বজায় রেখে জনগণকে সত্যের পথে পরিচালিত করবেন। এটি নিশ্চিত করতে হবে যেন সাংবাদিকরা নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×