গাজায় একের পর এক প্রাণঘাতী হামলা, যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:৪৫ পিএম, ৩০ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতির মধ্যেও গাজার উপর ইসরায়েলের হামলা থামছে না। হামাস নিয়ন্ত্রিত এই ফিলিস্তিনের অঞ্চলটিতে একের পর এক প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার কাতারভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে ফের আকাশ থেকে আঘাত হানা হয়েছে।
আল-শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, গাজার বেইত লাহিয়া এলাকায় বুধবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ করা হয়েছিল এবং এটি তাদের সেনাদের জন্য হুমকিস্বরূপ ছিল।
হামাস ও ইসরায়েলের মধ্যে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও, উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে নিয়মিত লঙ্ঘনের অভিযোগ আনছে।
চলতি সপ্তাহের মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের রাফাতে একজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় শক্তিশালী প্রতিহিংসামূলক হামলা চালানোর নির্দেশ দেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত হামলায় ১০৪ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তারা হামাসের সিনিয়র যোদ্ধাদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে এবং এতে কয়েক ডজন হামাস যোদ্ধা নিহত হয়েছেন।
এরপর বুধবার মধ্যরাতে ইসরায়েল জানায়, তারা যুদ্ধবিরতি আবার পর্যালোচনা করছে।