পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালুর নির্দেশ দিলেন ট্রাম্প


পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালুর নির্দেশ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে দেশটির পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। পেন্টাগনকে এই নির্দেশ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে দেওয়া পোস্টের মাধ্যমে জানানো হয়।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘রাশিয়া ও চীন যেভাবে পারমাণবিক কর্মসূচী চালিয়ে যাচ্ছে বা সফল পরীক্ষা চালাচ্ছে, তার পাল্টা হিসেবেই এই সিদ্ধান্ত।’ তিনি আরও উল্লেখ করেছেন, ‘‌যে কোনও দেশের তুলনায় পরমাণু অস্ত্রের ভাণ্ডার আমেরিকার অনেক বেশি। তালিকায় দুইয়ে থাকবে রাশিয়া। আর চীন তিনে থাকলেও ব্যবধান অনেকটাই বেশি।’

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘‌অন্যান্য দেশগুলি যেভাবে পরমাণু অস্ত্রের পরীক্ষামূলক কর্মসূচী চালাচ্ছে, তা দেখেই দেশের সামরিক বাহিনীকে এই নির্দেশ দিয়েছি। অবিলম্বে এই পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু হবে।’ তিনি একই সঙ্গে সাফাই গেয়ে বলেছেন, ‘‌আমি এটার বিরোধী। কিন্তু আমার হাতে আর কোনও বিকল্প ছিল না।’

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার জানিয়েছেন, রাশিয়া সফলভাবে একটি পোসেইডন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা সম্পন্ন করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই অস্ত্র বিশাল আকারের বিকিরণযুক্ত সমুদ্র তরঙ্গ সৃষ্টি করতে সক্ষম, যা উপকূলীয় অঞ্চলগুলোকে ভয়াবহভাবে ধ্বংস করতে পারে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। সাধারণত এ ধরনের পরীক্ষা নতুন অস্ত্রের কার্যক্ষমতা যাচাই এবং পুরনো অস্ত্রগুলো কার্যকর আছে কিনা তা নির্ধারণে সহায়ক হয়। বিশ্লেষকরা মনে করছেন, প্রযুক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি এটি রাশিয়া ও চীনের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার প্রদর্শনের একটি কৌশলগত পদক্ষেপ।

এ প্রসঙ্গে ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের জুলাইয়ে নিউ মেক্সিকোর আলামোগোর্ডোতে ২০ কিলোটন ক্ষমতার একটি পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করেছিল। একই বছরের আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×