জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:৫৮ এম, ৩০ অক্টোবর ২০২৫
আফগানিস্তান সীমান্তঘেঁষা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র সংঘর্ষে এক ক্যাপ্টেনসহ ছয়জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুররমের দোগার এলাকায় জঙ্গিদের আস্তানায় অভিযান চালালে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে ছয় সেনা সদস্য নিহত হন। একই সংঘর্ষে সাতজন জঙ্গিও নিহত হয়েছে বলে সংস্থাটি দাবি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “ফ্যাসাদ সৃষ্টিকারী জঙ্গিগোষ্ঠীর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে পাকিস্তান সেনাবাহিনী দোগার এলাকায় অভিযান শুরু করে।” পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশটির সেনাবাহিনী সাধারণত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে এভাবেই উল্লেখ করে থাকে।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ভারতের সমর্থনে টিটিপি আফগান তালেবানদের আশ্রয়ে থেকে পাকিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে। তবে ভারত ও আফগানিস্তান এই অভিযোগ সর্বদাই অস্বীকার করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাদের ওপর জঙ্গি হামলা বেড়ে গেছে। একইভাবে বিদ্রোহীদের সঙ্গে নিয়মিত সংঘর্ষের ফলে বেলুচিস্তানেও অস্থিতিশীলতা দেখা দিয়েছে।
সূত্র: রয়টার্স