দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-শি’র বৈঠক শুরু
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:৫৩ এম, ৩০ অক্টোবর ২০২৫
দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহু প্রতীক্ষিত বৈঠক। ট্রাম্প জানিয়েছেন, চীনা নেতার সঙ্গে তার এ আলোচনা তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
অ্যাপেকভুক্ত দেশগুলোর ৩২তম সম্মেলনে অংশ নিতে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন দুই রাষ্ট্রপ্রধান। সেই সফরের বিরতিতেই বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকালে বুসানে অনুষ্ঠিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক।
রয়টার্স জানায়, ট্রাম্প প্রথমে বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কিছুক্ষণ পরই সেখানে অবতরণ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বহনকারী উড়োজাহাজ।
এর আগে বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ট্রাম্পের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট জানান, “আমার মনে হয়, এটা খুবই ভালো একটি বৈঠক হতে যাচ্ছে।” তিনি আরও বলেন, এই বৈঠক তিন থেকে চার ঘণ্টা চলবে বলে তিনি আশা করছেন।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ও শির এটি প্রথম সরাসরি মুখোমুখি আলোচনা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যবিরোধ, শুল্কারোপসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।
ট্রাম্প প্রশাসন চীনের ওপর সর্বোচ্চ পরিমাণে শুল্ক আরোপ করেছে, যা দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। চলমান এশিয়া সফরের শুরুতে ট্রাম্প অংশ নিয়েছিলেন মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে। এরপর তিনি জাপান সফর করেন এবং বর্তমানে অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ায়। এই সফর দিয়েই তার এশিয়া সফর শেষ হবে।
সূত্র: বিবিসি