দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউস
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২৫
আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ৩০ অক্টোবর সকালে ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় শি'র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকের পর তিনি ওয়াশিংটনে ফিরে আসবেন।
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (APEC) শীর্ষ সম্মেলন ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে অনুষ্ঠিত হবে। তবে হোয়াইট হাউস এ ব্যাপারে স্পষ্ট করেনি যে ট্রাম্প ওই সম্মেলনে অংশ নেবেন কি না।
ট্রাম্প ও শি'র এই বৈঠক হবে এমন এক সময়ে যখন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই চীনা আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং কোনো চুক্তি না হলে ভবিষ্যতে আরও উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
মঙ্গলবার হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প মস্কোর ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপের সময় জানিয়েছেন, তিনি চীনা কোম্পানিগুলোকে রাশিয়ার তেল ক্রয় থেকে বিরত রাখতে শি'র ওপর চাপ সৃষ্টি করবেন।
প্রেস ব্রিফিংয়ে লিভিট ট্রাম্পের পুরো ভ্রমণসূচিও তুলে ধরেছেন। তিনি জানান, রোববার বিকেলে ট্রাম্প মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন এবং সন্ধ্যায় আসিয়ান নেতাদের নৈশভোজে অংশ নেবেন। এরপর সোমবার সকালে তিনি টোকিও পৌঁছবেন এবং মঙ্গলবার জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বুধবার সকালে ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় পৌঁছবেন, যেখানে শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।