পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ দিলেন নেতানিয়াহু


পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা ও যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কতার পর ফিলিস্তিনের পশ্চিম তীরের দুটি অঞ্চলকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার প্রস্তাবিত বিলের কার্যক্রম স্থগিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সংসদ সদস্য ওফির কাৎজ শুক্রবার ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জুদেয়া ও সামারিয়াকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার বিলটির কার্যক্রম স্থগিত থাকবে।”

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীরের জুদেয়া ও সামারিয়া অঞ্চল দখল করে নেয় ইসরায়েল, যা এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

গত বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে উত্থাপন করা হয় জুদেয়া ও সামারিয়াকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি ভূখণ্ড ঘোষণার বিলটি। ১২০ আসনের নেসেটে বিলটির পক্ষে ভোট পড়ে ২৫টি, বিপক্ষে ২৪টি, আর ভোট দেওয়া থেকে বিরত থাকেন ৭১ জন সদস্য—যাদের মধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও লিকুদ পার্টির কয়েকজন এমপিও রয়েছেন।

বিলটি উত্থাপনের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক উপদেষ্টা মার্কো রুবিও বলেন, “তারা (ইসরায়েল) নেসেটে একটি বিল পাস করেছে, আমাদের পক্ষ থেকে এই বিলকে কোনো সমর্থন দেওয়া হবে না। কারণ আমরা এটিকে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে হুমকি হিসেবে বিবেচনা করছি।”

পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কঠোর অবস্থান জানিয়ে বলেন, “যদি এই বিলের বাস্তবায়ন শুরু হয়, তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব ধরনের সহযোগিতা হারাবে।”

ইসরায়েলের পার্লামেন্টারি নীতিমালা অনুযায়ী, কোনো বিল চূড়ান্তভাবে পাস হওয়ার আগে চার দফা ভোট হয়। তবে নেতানিয়াহুর নির্দেশনার পর আপাতত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফার ভোট স্থগিত রাখা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×