রাশিয়ার সামরিক গোলাবারুদ কারখানায় বিস্ফোরণ, নিহত ১০


রাশিয়ার সামরিক গোলাবারুদ কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক শহরে একটি সামরিক গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে প্লাস্টমাস নামের ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

চেলিয়াবিনস্কের গভর্নর আলেক্সেই টেক্সলার জানান, “আগুন এখন নিয়ন্ত্রণে এবং উদ্ধারকাজ শেষ হয়েছে।” তিনি আরও বলেন, “এটি কোনো ড্রোন হামলা নয়, বরং নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।”

রাশিয়ার তদন্ত কমিটিও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রযুক্তিগত প্রক্রিয়ার সময় নিরাপত্তা নিয়ম অমান্যের ফলেই বিস্ফোরণ ঘটে।

দক্ষিণ ইউরাল অঞ্চলে অবস্থিত চেলিয়াবিনস্ক ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে। দুর্ঘটনাকবলিত প্লাস্টমাস কারখানাটি রোস্তেক করপোরেশনের অধীন টেকনোদিনামিকা গ্রুপের একটি ইউনিট, যেখানে বিস্ফোরক ও সামরিক গোলাবারুদ উৎপাদন করা হয়।

এর আগে, গত ১৭ অক্টোবর রোস্তেকেরই আরেকটি কারখানায় একই ধরনের বিস্ফোরণে ছয়জন আহত হয়েছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার একাধিক সামরিক কারখানায় এমন দুর্ঘটনা ঘটায় দেশটির শিল্প নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র: তাস, দ্য মস্কো টাইমস, বিবিসি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×