কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:২১ এম, ২৪ অক্টোবর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বন্ধের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে উদ্ধৃত করে শুল্কনীতির বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য প্রচার করা হয়েছে।
তিনি লেখেন, “কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।”
এর আগে ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেন। তবে তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (ইউএসএমসিএ)-এর আওতায় থাকা পণ্যের ক্ষেত্রে ছাড়ের সুযোগ রেখেছেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত এই ইউএসএমসিএ চুক্তি উত্তর আমেরিকার তিন দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
এ ছাড়া ট্রাম্প কানাডীয় পণ্যের ওপর খাতভিত্তিক শুল্কও আরোপ করেছেন— যার মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইল খাতে ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
সূত্র: বিবিসি