পাকিস্তানে জোড়া বিস্ফোরণে এসপি ও দুই পুলিশ সদস্য নিহত


পাকিস্তানে জোড়া বিস্ফোরণে এসপি ও দুই পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শুক্রবার (২৪ অক্টোবর) ঘটে যাওয়া জোড়া বিস্ফোরণে পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এবং আরও দুই পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। জিও টিভি জানিয়েছে, এই হামলা হাঙ্গু জেলায় সংঘটিত হয়।

নিহত পুলিশ কর্মকর্তা হলেন আসাদ জুবায়ের। জানা গেছে, তার গাড়ি বিস্ফোরণের সময় সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তিনি এবং তার টিম একটি বিস্ফোরণস্থল পরিদর্শনে যাচ্ছিলেন।

প্রদেশের পুলিশ মহাপরিদর্শক জুলফিকার হামিদ জানান, 'হামলায় উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এবং আরও দু'জন শহীদ হয়েছেন। প্রথম বিস্ফোরণটি ঘুলমিনায় একটি পুলিশ চেকপয়েন্টের কাছে ঘটেছে, তবে এতে কেউ আহত হননি। দ্বিতীয় বিস্ফোরণটি এসপি জুবায়েরের গাড়ি লক্ষ্য করে করা হয়।'

হাঙ্গু জেলা পুলিশের কর্মকর্তা খানজেব মোহমান্দ বলেন, বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং কমান্ডোরা তল্লাশি অভিযান শুরু করেছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ভারত-সমর্থিত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এবং তাদের পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতার শত্রু হিসেবে উল্লেখ করেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিহত পুলিশ সদস্যদের পরিবারে সহানুভূতি প্রকাশ করে বলেন, এসপি জুবায়ের এবং দুই পুলিশ সদস্যের আত্মত্যাগ বৃথা যাবে না।

২০২১ সালে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতায় ফিরে আসার পর থেকে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সহিংসতার ৯৬ শতাংশই এই দুটি প্রদেশে ঘটে।

একটি পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম আট মাসে খাইবার পাখতুনখোয়ায় ৬০০টিরও বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। এই সময়ে অন্তত ১৩৮ জন বেসামরিক নাগরিক এবং ৭৯ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন, এবং ১০০-এরও বেশি মানুষ আহত হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×