উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে ‘অধ্যাদেশ’ জারির প্রস্তাব উপদেষ্টা ফাওজুলের


উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে ‘অধ্যাদেশ’ জারির প্রস্তাব উপদেষ্টা ফাওজুলের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক মহলে চলমান প্রশ্নের প্রেক্ষাপটে আলোচনা সীমিত রাখতে অধ্যাদেশ জারির প্রস্তাব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের পরবর্তী সরকারের লাভজনক পদে অংশগ্রহণে বাধা থাকা উচিত।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে এই প্রস্তাব জানানো ফাওজুল কবির বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আমি পক্ষপাতদুষ্ট চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় অনুরাগ–বিরাগের ঊর্ধ্বে থেকে সরকারের সিদ্ধান্ত নিয়েছি। তবুও যেহেতু প্রশ্ন উঠেছে, এর নিষ্পত্তি প্রয়োজন।’

ফাওজুল কবির প্রস্তাব করেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ এবং চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তাদের কেউই যেন পরবর্তী নির্বাচিত সরকারের (যে দলই গঠন করুক না কেন) কোনো লাভজনক পদে অংশ নিতে না পারেন; এ মর্মে একটি অধ্যাদেশ জারি করা উচিত।’ তবে তিনি শর্ত হিসেবে যোগ করেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।’

পটভূমি হিসেবে উল্লেখ্য, সম্প্রতি কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার রাজনৈতিক সম্পৃক্ততা ও অবস্থান নিয়ে প্রশ্ন তোলায় ফাওজুল কবিরের এই প্রস্তাবকে অনেকেই “দায়িত্বশীল ও বাস্তবসম্মত উদ্যোগ” হিসেবে মূল্যায়ন করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×