কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা ‘স্থগিত’


কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা ‘স্থগিত’

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা প্রজ্ঞাপন সরকার স্থগিত করেছে। শুক্রবার (২৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম।

তিনি জানান, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিত করার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আগামী ২৬ অক্টোবর জারি করা হবে।

এর আগে, ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল।

প্রজ্ঞাপনে, যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত, বলা হয়েছিল যে সিভিল এভিয়েশন রুলস ১৯৮৪-এর সাব রুল ১৬ অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। জানা গেছে, ২ অক্টোবর থেকে দেশের এবং বিদেশের এয়ারলাইনগুলোর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×