মোহাম্মদপুরে যৌথ অভিযানে পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ৪


মোহাম্মদপুরে যৌথ অভিযানে পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ৪

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও র‌্যাব-২।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে পরিচালিত এই অভিযানে ইটালিতে তৈরি একটি পিস্তল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল্লাহ সালমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. আকাশ (২৫) ও মো. সোহেল (২৮)। এদের মধ্যে মো. সোহেল স্থানীয় ‘বুনিয়া সোহেল বাহিনী’র ম্যানেজার হিসেবে পরিচিত।

সাম্প্রতিক সময়ে জেনেভা ক্যাম্পে তিনটি কুখ্যাত গ্যাং—চুয়া সেলিম, পিচ্চি রাজা ও বুনিয়া সোহেল—এর মধ্যে আধিপত্য নিয়ে একাধিক সংঘর্ষ ঘটছে। সর্বশেষ ২১ অক্টোবর পিচ্চি রাজা বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে সেনাবাহিনী ৩২টি ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করে। এরপর ২৩ অক্টোবর প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষে বুনিয়া সোহেল গ্রুপের সদস্য জাহিদ (২০) নিহত হয়। এ নিয়ে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মূলে সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায়ও মোহাম্মদপুর থানা পুলিশ অভিযানে প্রায় ২০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে চলবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×