পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি: মার্কো রুবিও
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:২৮ এম, ২৩ অক্টোবর ২০২৫

গতকাল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পাশ হওয়া একটি বিল, যা ফিলিস্তিনের পশ্চিম তীরের দুটি অঞ্চল জুদেয়া ও সামারিয়াকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখে, যুক্তরাষ্ট্র এই আইনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গাজা শান্তি পরিকল্পনার জন্য হুমকি’ হিসেবে দেখছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এই মন্তব্য করেন। গতকাল তিনি ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, “তারা নেসেটে একটি বিল পাস করেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে আমাদের পক্ষ থেকে এই বিলকে কোনো সমর্থন দেওয়া হবে না। কারণ আমরা মনে করি, এই বিলটিকে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে হুমকি হিসেবে বিবেচনা করছি।”
রুবিও আরও বলেন, “বিলটি অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে উত্থাপিত হয়েছে; এ বিষয়ে কোনো সংশয় নেই। গণতন্ত্রে জনগণ ভোট দেয়, পার্লামেন্টে বিল উত্থাপন হয় এবং এমপিদের ভোটে তা পাস হয়। তবে এই মুহূর্তে এমন গণতন্ত্রের প্রয়োগের ফলাফল বিপরীত হতে পারে।”
১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জুদেয়া ও সামারিয়া অঞ্চল দখল করে নেয়, এবং তারপর থেকে পশ্চিম তীরের এই দুই এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার পাস হওয়া এই বিলের পক্ষে নেসেটের ১২০ আসনের মধ্যে ২৫ জন ভোট দিয়েছেন, বিপক্ষে ছিলেন ২৪ জন, এবং বাকি ৫১ জন ভোটদান থেকে বিরত ছিলেন।
বিলের বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির সদস্যরা। যদিও লিকুদ নেতৃত্বাধীন জোট সরকারের কয়েকজন শরিক এই বিলের পক্ষে ভোট দিয়েছেন।
গত ২৯ সেপ্টেম্বর ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব করেন। ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাস এই প্রস্তাব গ্রহণের পর ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে গাজায় বড় কোনো সংঘাত ঘটেনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল