ভারতীয় পণ্য আমদানির ওপর মার্কিন শুল্ক কমে ১৫-১৬ শতাংশ হচ্ছে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:৩৬ পিএম, ২২ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শুল্ক হ্রাস নিয়ে এক গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী, ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর মার্কিন শুল্ক কমে ১৫ থেকে ১৬ শতাংশে নেমে আসতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট–এর প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চুক্তিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও দুই দেশের মধ্যে চলমান আলোচনা ইতোমধ্যেই বেশ অগ্রসর হয়েছে বলে জানা গেছে। চুক্তির মূল লক্ষ্য কৃষিপণ্য ও জ্বালানিখাতকে কেন্দ্র করে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও কেউ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।
খবরে আরও বলা হয়েছে, এই চুক্তির অংশ হিসেবে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমাতে পারে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে আলোচনা এগোচ্ছে এমন ইঙ্গিত মিলেছে।
এদিকে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে টেলিফোনে একটি গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, “বাণিজ্য আলোচনাই আমাদের আলোচনার মূল বিষয় ছিল। জ্বালানির বিষয়টিও এসেছে, এবং প্রধানমন্ত্রী মোদী আমাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাবে।”
মিন্ট-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আলোচনার অংশ হিসেবে ভারত হয়তো জেনেটিকালি পরিবর্তিত নয় এমন মার্কিন ভুট্টা ও সয়া মিলের আমদানি বাড়ানোর দিকে ঝুঁকতে পারে। চুক্তিতে নির্দিষ্ট সময় পর পর শুল্ক পুনর্মূল্যায়ন এবং বাজারে প্রবেশাধিকার নিয়ে পর্যালোচনার সুযোগ রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
এই দ্বিপাক্ষিক চুক্তিটি সম্পন্ন হলে, চলতি মাসেই আসিয়ান সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে।