কাতারে হামলা ও গাজা দখল নিয়ে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু


কাতারে হামলা ও গাজা দখল নিয়ে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে থাকা অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বরখাস্ত করেছেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে। কাতারে হামলা এবং গাজা সিটি দখলের সামরিক পরিকল্পনা নিয়ে মতবিরোধের জেরে এই পদক্ষেপ নেন তিনি।

মঙ্গলবার রাতে টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, হানেগবি নিজেও তার অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “ইসরায়েলের সাম্প্রতিক ব্যর্থতাগুলো নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।” এর আগে তিনি হামাসের ৭ অক্টোবরের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল সরকারের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে “বিস্তারিত তদন্ত” প্রয়োজন বলে মন্তব্য করেন।

স্থানীয় দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, হানেগবিকে ইতিমধ্যে তার দায়িত্ব শেষ হওয়ার কথা জানানো হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হিসেবে জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান গিল রেইখ দায়িত্ব নিচ্ছেন। তিনি আপাতত ভারপ্রাপ্ত প্রধান হিসেবে কাজ করবেন।

নিরাপত্তা নীতিতে মতবিরোধের সূত্রপাত হয় গত মাসে। ইসরায়েলের সামরিক বাহিনী কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় এবং গাজা সিটি পুনর্দখলের পরিকল্পনা হাতে নেয়। এ দুটি ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে তীব্র মতবিরোধে জড়ান হানেগবি। মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে বলেন, “গাজা সিটি দখল করলে ইসরায়েলি বন্দিদের জীবনের ঝুঁকি বাড়বে। আমি সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে সম্পূর্ণ একমত। এ কারণেই আমি প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করছি।”

উল্লেখযোগ্যভাবে, ৯ সেপ্টেম্বর দোহায় চালানো বিমান হামলায় নিহত হন পাঁচজন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। এ হামলার সমালোচনা করেছে বিশ্বের বহু দেশ।

গাজায় চলমান সহিংসতায় হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৩০০ জন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×