গাজার ক্ষমতা কার হাতে থাকবে, এখনও নিশ্চিত নয়: জে ডি ভ্যান্স
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:৩০ এম, ২২ অক্টোবর ২০২৫

গাজা উপত্যকার শাসন ব্যবস্থা কার হাতে যাবে, তা নিয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছায়নি যুক্তরাষ্ট্র। এমন স্বীকারোক্তি দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আপাতত যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার গাজার পুনর্গঠন এবং অঞ্চলটির সামরিকীকরণ রোধে কাজ করা।
মঙ্গলবার ইসরায়েল সফরে যান যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন ভ্যান্স নিজেই। প্রতিনিধি দলে তার সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার।
জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র যে ধরনের পরিস্থিতি আশা করেছিল, বাস্তবে তা অপেক্ষাকৃত ভালো হয়েছে। তার মতে, “ইসরায়েল ও ফিলিস্তিনের মানুষদের জন্য এখন সময় এসেছে দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের স্মৃতি পেছনে ফেলে এগিয়ে যাওয়ার।”
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, দীর্ঘমেয়াদে গাজার শাসনব্যবস্থা কার হাতে থাকবে। উত্তরে জে ডি ভ্যান্স বলেন, “এ প্রশ্নের উত্তর আমি জানি না। তবে এখন আমাদের প্রয়োজন গাজাকে পুনর্গঠন করা এবং এটা নিশ্চিত করা যে ফিলিস্তিনিরা এখানে বসবাস করবে এবং গাজা ভবিষ্যতে আর কখনও ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠবে না।”